চট্টগ্রাম: কর্ণফুলি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। উদ্ধার হওয়া যুবকের নাম ফাইয়াজ নুর (২১)।
শনিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে কর্ণফুলি নদীর তীর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
ফাইয়াজ নুর নগরের বায়েজিদ থানার শেরশাহ কলোনির মো. নুরুল হকের ছেলে।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে কর্ণফুলি নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশের দায়িত্বরত অফিসাররা। যুবকের পরিচয় পাওয়া গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বিই/টিসি