ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ৪ সাংবাদিকের শোকসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ৪ সাংবাদিকের শোকসভা

চট্টগ্রাম: প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্ত, তমাল চৌধুরী, আবদুস শুক্কুর এবং সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে শোকসভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।  

শনিবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।

 

চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

 

শোকসভার শুরুতে প্রয়াত সকল সাংবাদিকের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট  নীরবতা পালন করা হয়।   

শোকসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একসঙ্গে ৪ সহকর্মীর শোকসভায় শোক প্রকাশ করা সত্যিই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক ব্যাপার। সাম্প্রতিক সময়ের মধ্যে আমাদের কাছ থেকে কয়েকজন সাংবাদিক বিদায় নিয়েছেন। প্রয়াত সাংবাদিক পরিবারের সঙ্গে আমরাও গভীর শোকাহত ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, আজ যাদের উদ্দেশ্যে শোকসভা, তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে আলোকিত মানুষ ছিলেন। তাদের ব্যাপারে বলতে গেলে শেষ করা যাবে না।  

শোকসভায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও শহীদ উল আলম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটো ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক নয়া বাংলার সম্পাদক জেড এম এনায়েত উল্লাহ, প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।  

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো.  আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু এবং চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।