ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
প্রিমিয়ার ইউনিভার্সিটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা  প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা।

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কাউন্সিলের সভা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।

 

সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর ড. মোয়াজ্জম হোসেন, প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর, সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহকারী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহকারী অধ্যাপক সাদাত জামান খান ও সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।  

এছাড়া সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিমও সভায় উপস্থিত ছিলেন।

এই সভার সঙ্গে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

সভায় বিভিন্ন বিভাগে পরিচালিত অনলাইন ক্লাসের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনার বিষয়ও আলোচিত হয়।  

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদনক্রমে সদ্য চালু হওয়া মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রাম এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় সভায়। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।