ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মোছলেম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মোছলেম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম: দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শিক্ষাবোর্ডে এ সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি,  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন।  

মোসলেম উদ্দিন আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তাই আপনাদেরও এ অগ্রযাত্রায় শামিল হতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।