চট্টগ্রাম: দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শিক্ষাবোর্ডে এ সাক্ষাৎ করেন তিনি।
মোসলেম উদ্দিন আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
বিই/টিসি