ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পদ পাওয়ার পরই হাটহাজারী মাদ্রাসা কমিটি প্রধানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
পদ পাওয়ার পরই হাটহাজারী মাদ্রাসা কমিটি প্রধানের মৃত্যু মুফতি আব্দুস ছালাম।

চট্টগ্রাম: হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান মুফতি আব্দুস ছালাম ইন্তেকাল করেছেন।  

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকালে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে তাকে ‘মহাপরিচালক’ পদে মনোনীত করা হয়।  

মাদরাসা সূত্রে জানা যায়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস ছালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়। সকাল ১১টার দিকে বৈঠকে মুফতি আব্দুস ছালাম অসুস্থ হয়ে পড়েন। তিনি গত কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.তাহমিয়া সাবেরা চৌধুরী বাংলানিউজকে বলেন, মুফতি আব্দুস ছালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ১১টার দিকে আনা হয়। পরীক্ষা করে সকাল পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।