চট্টগ্রাম: হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান মুফতি আব্দুস ছালাম ইন্তেকাল করেছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদরাসা সূত্রে জানা যায়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.তাহমিয়া সাবেরা চৌধুরী বাংলানিউজকে বলেন, মুফতি আব্দুস ছালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ১১টার দিকে আনা হয়। পরীক্ষা করে সকাল পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমআই/এসি/টিসি