ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের শপিংমলে ভ্যাট-সেবা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
চট্টগ্রামের শপিংমলে ভ্যাট-সেবা শুরু নতুন নিবন্ধনকারীদের হাতে সনদ তুলে দিচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন

চট্টগ্রাম: কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় ৮টি বিভাগীয় দফতরের উদ্যোগে বিভিন্ন শপিংমলে দুই দিনব্যাপী ভ্যাট-সেবা কার্যক্রম শুরু হয়েছে।  

বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টলা বিভাগের খুলশী কনকর্ড, ইউনেস্কো সিটি সেন্টার, খুলশী টাউন সেন্টারে, সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট ও ফিনলে স্কয়ারে ভ্যাট বুথ স্থাপন করে ব্যবসায়ীদের সেবা দেওয়া হয়।

আগ্রাবাদ ভ্যাট বিভাগের অধীন আগ্রাবাদ সিটি করপোরেশনের ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেটে, আখতারুজ্জামান সেন্টার, বালি আর্কেড, বে-শপিং মার্কেট ও টেরিবাজার মার্কেট, চান্দগাঁও বিভাগের স্বজন সুপার মার্কেট, হক মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও পটিয়া বিভাগে বৃহস্পতিবার এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে নতুন ভ্যাট নিবন্ধন, অনলাইনে রিটার্ন দাখিল, ভ্যাট চালান ইস্যুর বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়া হচ্ছে।
 

বুধবার বিকেলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন ইউনেস্কো সেন্টারে ভ্যাট-সেবা কার্যক্রম পরিদর্শন করেন। নতুন ভ্যাট নিবন্ধনকারীদের হাতে তিনি সনদ তুলে দেন। এ সময় সদর দফতরের উপ-কমিশনার শাহীনূর কবির পাভেল উপস্থিত ছিলেন।  

সকালে ব্যাংক-সিঙ্গাপুর মাকের্ট, নিউমার্কেট ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভ্যাটসেবা কার্যক্রমের উদ্বোধন করেন আগ্রাবাদ বিভাগের কর্মকর্তা উপ-কমিশনার ফাতেমা খায়রুন নুর, কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আবুল খায়ের, আগ্রাবাদ সার্কেলের রাজস্ব কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্যসহ মার্কেট সমিতির নেতারা।  

খুলশী কনকর্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টলা বিভাগের কর্মকর্তা উপ-কমিশনার সাঈদ আহমেদ রুবেল। এ সময় ফৌজদারহাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগেও নগরের বিভিন্ন শপিংমলে এ কার্যক্রম ব্যবসায়ীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে জানান ভ্যাট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।