ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


 
আহতদের মধ্যে আলভী নামের এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার উপ পরিদর্শক ইয়াছমিন আখতার বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বাংলানিউজকে বলেন, হঠাৎ করেই মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে ৪ জন আহত হয়েছে।  

সভাপতি মাহমুদুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।