ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: সাতকানিয়া থানার দেউদিঘীর পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা মিশু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা মিশু একই থানার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।  

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে নিজে নিজে হঠাৎ করে পড়ে আঘাত পান মিশু।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ যাওয়ার আগে মরদেহ বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে মোটরসাইলে চলানো অবস্থায় স্ট্রোক করেছেন মিশু।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।