ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু-কন্যা সিআরবিতে হাসপাতাল করতে দেবেন না: ড. অনুপম সেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
বঙ্গবন্ধু-কন্যা সিআরবিতে হাসপাতাল করতে দেবেন না: ড. অনুপম সেন বক্তব্য দেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

চট্টগ্রাম: ‘আমরা আশাবাদী বঙ্গবন্ধু-কন্যা সিআরবিতে হাসপাতাল করতে দেবেন না’ এমন মন্তব্য করে নাগরিক সমাজের সমাবেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা অনেক ঐতিহ্য হারিয়েছি। প্রাচ্যের রানি চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল।

একসময় ছিল উন্মুক্ত জায়গা, খেলার মাঠ। সব হারিয়ে শুধু একটি মাত্র উন্মুক্ত স্থান আছে সিআরবি।
যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে। আমরা এটা হারাতে চাই না। এখানে বর্ষবরণ, বসন্ত উৎসব, রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তীসহ বছরব্যাপী নানা সাংস্কৃতিক উৎসব হয়। চট্টগ্রামের এ হৃৎপিণ্ড ধ্বংস হতে দিতে পারি না। সিআরবি এলাকা কালচারাল হেরিটেজ ঘোষিত। এটি মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেটভুক্ত।                            

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এসব কথা বলেন।  

নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান ড. সেন আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য এ সিআরবি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছেন এখানে। সিআরবির সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে সাংবিধানিক আইন লংঘন করা যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, ১৪ দলীয় জোট নেতা জসিম উদদীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা শাহাজাহান চৌধুরী, জাসদ নেতা বেলায়েত হোসেন, আবৃ্ত্তিশিল্পী রাশেদ হাসান, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল, হাসান জামান, লায়ন একে জাহেদ চৌধুরী, প্রণব চৌধুরী, মোরশেদ আলম, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, অ্যাডভোকেট এডিএম আরুছুর রহমান, শিবু প্রসাদ চৌধুরী, ডা. আরকে দাশ রুবেল, লেখক দিলরুবা খানম, বশির উল্লাহ লিটন, আরফাতুল মান্নান ঝিনুক, রতন ঘোষ, কামরুল হুদা পাভেল, মো. শাকিব, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, সৌরভ দাশ শুভ্র, এমইউ সোহেল, তানভীর হোসেন মাসুদ, আনিস, শাহাদাৎ হোসেন, জায়দিদ মাহমুদ, মোহাম্মদ সাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন মহানগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ