ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরীর পাহাড় সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদফতরের ৩ সদস্যের কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
পরীর পাহাড় সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদফতরের ৩ সদস্যের কমিটি 

চট্টগ্রাম: নগরের পরীর পাহাড়কে (কোর্ট বিল্ডিং) সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার নিমিত্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পত্নতত্ত্ব অধিদফতর।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলার পরীর পাহাড় সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার নিমিত্তে গেজেটভুক্ত করণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) পরীর পাহাড় সরজমিনে পরিদর্শন করে মতামত প্রদানের জন্য নিম্নবর্ণিত ৩ জন কর্মকর্তা নিয়ে একটি কমিটি গঠন করা হলো।  

কমিটিতে প্রত্নতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক মো. আমিরুজ্জামানকে আহ্বায়ক, আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমানকে সদস্য  এবং সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম সদস্য সচিব করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।