চট্টগ্রাম: দেশিয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
তিনি বলেন, বৈশ্বিক দৃষ্টিভঙ্গী নিয়ে যাত্রা শুরু করা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) আমন্ত্রণে তাদের ক্যাম্পাস পরিদর্শনকালে রোববার (১৯ সেপ্টেম্বর) এসব কথা বলেন তিনি।
ইডিইউর সঙ্গে পারষ্পরিক শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বার বিনিময়, গবেষণায় রিসোর্স ও দক্ষতা বিনিময়, যৌথ উদ্যোগে কনফারেন্স-সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে এএসইউ।
আরকানসাস স্টেট ইউনিভার্সিটির মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। শতবর্ষী এ বিদ্যাপীঠ তাদের কৃষি, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণার জন্য সারাবিশ্বে সমাদৃত।
অধ্যাপক ড. অভিজিৎ ভট্টাচার্য বলেন, বাংলাদেশে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের পথিকৃত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ইডিইউর সঙ্গে সম্পর্ক স্থাপনে তাদের মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা এবং গবেষক ও ফ্যাকাল্টি মেম্বারদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায় এএসইউ।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসি/টিসি