ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

গ্রেফতার মো. বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু নওগাঁ জেলার মান্দা থানার এনায়েতপুর বাকপাড়ার মৃত কলি সোনার ছেলে।

ওসি মঈনুর রহমান জানান, গত সোমবার ও মঙ্গলবার দশ বছরের শিশুর পিতা-মাতার অনুপস্থিতিতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মো.বুলবুল উদ্দিন সোনালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।