চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।
গ্রেফতার মো. বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু নওগাঁ জেলার মান্দা থানার এনায়েতপুর বাকপাড়ার মৃত কলি সোনার ছেলে।
ওসি মঈনুর রহমান জানান, গত সোমবার ও মঙ্গলবার দশ বছরের শিশুর পিতা-মাতার অনুপস্থিতিতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমআই/এসি/টিসি