ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার মাদক মামলায় একজনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ। সাজাপ্রাপ্ত আসামি হলেন- সীতাকুণ্ড থানার শেখেরহাট পশ্চিম বাঁকখালী জহিরুল ইসলামের বাড়ির মৃত মালিউল হকের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট থানার ইউসিবিএল ব্যাংকের সামনে রাস্তার ওপর থেকে সাদা রঙের পলি প্যাকেটের ভেতর থেকে ৬০০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলামকে আটক করে মাদকদ্রব্য অধিদফতর চট্টগ্রামের গোয়েন্দা শাখা। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদফতর চট্টগ্রামের গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল হোসাইন বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। মামলা নম্বর জিআর ১০৫/১৫ ও থানার মামলা নম্বর ১২(৭)১৫। আদালতে এ মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় জহিরুল ইসলাম নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad