ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খোলা নালায় স্ল্যাব বসানোর অনুরোধ জানিয়ে মনজুর আলম দিলেন ১ ট্রাক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
খোলা নালায় স্ল্যাব বসানোর অনুরোধ জানিয়ে মনজুর আলম দিলেন ১ ট্রাক! মনজুর আলম ব্যক্তিগতভাবে এক ট্রাক স্ল্যাব (লোহার পাত) উপহার দেন। 

চট্টগ্রাম: খোলা নালায় পড়ে একের পর এক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরে নগরের সব খোলা নালার ওপর স্ল্যাব বসানোর অনুরোধ জানান সাবেক মেয়র।

এ সময় সাবেক মেয়র মনজুর আলম ব্যক্তিগতভাবে মোস্তফা হাকিম গ্রুপের গোল্ডেন ইস্পাত লিমিটেডের এক ট্রাক স্ল্যাব (লোহার পাত) উপহার দেন।  

এ সময় মেয়রের একান্ত সচিব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সম্প্রতি মুরাদপুরে খোলা নালায় পড়ে এক ব্যবসায়ী নিখোঁজ এবং আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।