ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে: নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে: নাছির  ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খেলোয়াড়দের সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হয়। নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল আর লক্ষ্য অটুট থাকলে জয় থেকে কেউ বিচ্যুত হতে পারে না।

অতীতের সফলতা বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে খেলোয়াড়দের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সিজেকেএস সিডিএফ এ আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ-২০২১ এ অংশগ্রহণকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পরিচালক মো. ইলিয়াস, বোয়ালখালী উপজেলা পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, ফুটবল কোচ আবু সরওয়ার, ফুটবল কমিটির সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, মো. টিপু সুলতান সিকদার, বোরহান উদ্দিন শাহেদ, সৈয়দ মাহ্ফুজুর রহমান, আবু বকর সাহেদ শান, মো. পারভেজ, আনাস মাহমুদ, সফিউল হোসাইন চৌধুরী সাকিবসহ খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।