ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বুধবার পর্দা উঠছে শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্টের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
বুধবার পর্দা উঠছে শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্টের  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে নগরে শুরু হচ্ছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৪ অক্টোবর) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ফুটবল কমিটির চেয়ারম্যান ও নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান এ তথ্য জানান।

শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট’ নগরের স্কুলসমূহের মধ্য থেকে বাছাইকৃত সেরা ৩২টি স্কুলের টিম অংশ নেবে।  

নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান জানান, আগামী বুধবার (৬ অক্টোবর) বিকেল তিনটায় দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি আরও বলেন, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সেন্ট্রাল পাবলিক স্কুল। পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ও সিএমপি’র মুখপাত্র আরাফাতুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ইবায়দুর রহমান লুলু, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।