ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে সেন্ট্রাল বয়েজের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
রাউজানে সেন্ট্রাল বয়েজের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন  ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিতার্কিকদের সঙ্গে অতিথিরা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান অর্জন করা দরকার। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে এবং মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়।

সোমবার (৪ অক্টোবর) সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় ও রাউজান পৌরসভার সার্বিক সহযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অংশগ্রহণে ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

‘যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে’ এ স্লোগানে রাউজান উপজেলা সদরে অবস্থিত একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে শুরু হওয়া ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম।

 

উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, বাংলানিউজ২৪.কমের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান।  

স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহ্বায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, অনিক ভট্টাচার্য, রিফাতুল ইসলাম, শরীফুল ইসলাম, নোমান বিন আজিজি, মো. মিজানুর রহমান, কাজী শিহাব, আরফানুল ইসলাম আবির, মাসুম বিল্লাহ, ইঞ্জিনিয়ার জিকু চৌধুরী, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান মুবিন, আরফিন হোসেন আজাদ, ওমর ফারুক মনি, সুদীপ্ত বড়ুয়া, শাহরিয়ার ইভান, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, শাহেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।