ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার জব্দ করেছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এ সময় ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খের মোহনা থেকে ড্রেজারটি জব্দ করা হয়েছে।  

ড্রেজার মালিকের মো: আব্বাস।

তিনি উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সালেহ আহমদের ছেলে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলার শঙ্খ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্বাসের একটি ড্রেজার জব্দ করা হয়েছে।  তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।