ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার গ্রেফতার মো. জাহাঙ্গীর

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় স্ত্রীকে হত্যার দেড় মাস পর মো. জাহাঙ্গীরকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (৪ অক্টোবর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান।

গ্রেফতার মো.জাহাঙ্গীরের (৪৫) বাড়ি ভোলা জেলায়। তিনি চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় জোবাইর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাকরি করতেন।

থাকতেন উত্তর মোহরা এলাকায়।

ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকার চেয়ারম্যান বাড়ির মোড়ে একটি বাসা থেকে গতকাল রোববার (৩ অক্টোবর) রাতে জাহাঙ্গীর গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান।

তিনি বলেন, প্রথমে মারধর এবং পরে শ্বাসরোধ করে স্ত্রী রোকসানাকে হত্যা করে। পরে বাসায় তালা দিয়ে পালিয়ে ঢাকায় চলে যান।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।