ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোটেল পেনিনসুলার নিচতলায় আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
হোটেল পেনিনসুলার নিচতলায় আগুন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় বেইজমেন্টে আগুন লেগেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে।

সকাল সাড়ে ৯টায়ও আগুন নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক নিউটন দাশ বাংলানিউজকে জানান, পেনিনসুলা হোটেলের বেইজমেন্টের কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।  

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।  

পেনিনসুলার ব্যবস্থাপক কামাল হোসাইন বাংলানিউজকে জানান, আমাদের হোটেলের বর্ধিত ব্যাক-এন্ড বিল্ডিংয়ের একটি স্টোর রুমের ভেতরে অগ্নিদুর্ঘটনা ঘটেছিল, যার ফলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটার পরপরই ফায়ার সার্ভিস সবকিছু নিয়ন্ত্রণে নেয়। সৌভাগ্যবশত, এটি মূল ভবন বা হোটেলের কোনো আউটলেটে প্রভাব ফেলেনি। সব অতিথি তাদের সংরক্ষিত কক্ষে নিরাপদ এবং সুস্থ আছেন। অতিথিদের নিরাপত্তার বিষয়টি সবসময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং থাকবে। আমরা অতিথিদের পাশাপাশি আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখতে প্রটোকল কঠোরভাবে অনুসরণ করি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।