ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট চকবাজার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট চকবাজার  চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা চলছে।

চট্টগ্রাম: শেষ মুহূর্তে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে চকবাজার ওয়ার্ড। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

নির্বাচনী আমেজ বিরাজ করছে জনমনে। তাই প্রার্থীদেরও দৌড়ঝাঁপের কমতি নেই।
নানান প্রতিশ্রুতি নিয়ে শেষবারের মতো হাজির হচ্ছেন ভোটারের দুয়ারে।  

মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন। রাত ১২টা থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।

জানা গেছে, চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রীসহ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওয়ার্ডের ১৫ কেন্দ্রের ৮৬ বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ভোটের আগে ইভিএমে কীভাবে ভোট দিতে হবে ওয়ার্ডের ভোটারদের সরেজমিনে দেখিয়ে দেয়ার জন্য মঙ্গলবার ১৫ কেন্দ্রে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হবে।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ সব নির্বাচনীসামগ্রী চলে যাবে।  

চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজি মোহাম্মদ সেলিম রহমান বাংলানিউজকে বলেন, আজ সাড়ে তিনটায় আমার শেষ প্রচারণা শুরু করবো। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ এ এলাকার মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম। তারাও সব সময় আমাকে সহযোগিতা করেছেন। তাই আমার জয় নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।