ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু চমেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু চমেকে প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারীর মীরেরহাট ইউনিয়নের আলমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আহত আব্দুস সোবহান (৭৫) নামে এক বৃদ্ধ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। তিনি আলমপুরের সালেহ আহমেদের ছেলে।

 

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে ট্রেনের ধাক্কায় আহত আব্দুস সোবহানকে সকাল ৯টার দিকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

সেখানে তিনি মারা যান।  

আব্দুস সোবহান জন্ম থেকে কানে কম শোনার সমস্যায় ভুগছিলেন উল্লেখ করে এএসআই আলাউদ্দিন জানান, তিনি ত্রাণ সংগ্রহের জন্য রেললাইন ধরে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।   

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।