ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পেঁপে বাগানের আড়ালে গাঁজা চাষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
পেঁপে বাগানের আড়ালে গাঁজা চাষ

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি পাহাড়ে পেঁপে বাগানের আড়ালে গাঁজার চাষ করায় মো. আলাউদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. আলাউদ্দিন একই থানার উত্তর বাঁশবাড়িয়া কাজীপাড়ার মো. কবির আহামদের ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বাংলানিউজকে বলেন, পেঁপে বাগানের আড়ালে গাঁজা চাষ করছিল।

অভিযান চালিয়ে ৩৬টি গাঁজা গাছসহ মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর  ০৫, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।