ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে ডুবলো স্ক্র্যাপ বোঝাই লাইটার ‘এমভি টিটু-৭’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
সাগরে ডুবলো স্ক্র্যাপ বোঝাই লাইটার ‘এমভি টিটু-৭’ পারাপারের বোট উদ্ধার করে দুর্ঘটনাকবলিত জাহাজের নাবিকদের

চট্টগ্রাম: পতেঙ্গা সৈকতের অদূরে হলুদ বয়ার কাছে ডুবে গেছে ইস্পাত শিল্পের কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তীর থেকে লাইটার জাহাজে পারাপারের বোটে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন ডুবন্ত জাহাজটির ১৩ নাবিক।  

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম বাংলানিউজকে বলেন, এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল।

পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে গেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। জাহাজটির বিপদ দেখে পারাপারের একটি বোট গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে।  

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে দেশি-বিদেশি জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরে দুর্ঘটনাকবলিত হয়েছে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad