ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রমা’র তিন কবির স্মরণানুষ্ঠান শুক্রবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
প্রমা’র তিন কবির স্মরণানুষ্ঠান শুক্রবার  ...

চট্টগ্রাম: প্রয়াত তিন কবির স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। তিন কবি হলেন- অরুণ দাশগুপ্ত, খালিদ আহসান ও শাহিদ আনোয়ার।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

স্মরণ অনুষ্ঠানে স্মৃতিকথায় একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী ড. অনুপম সেন ও আবুল মোমেন, কবি অভীক ওসমান, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, অজয় দাশগুপ্ত, হাফিজ রশিদ খান, রাশেদ রউফসহ চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের গুণীজন ও স্বজনেরা প্রয়াতদের স্মৃতি তুলে ধরবেন।

 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বরেণ্য সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, শ্রেয়শী রায় ও সত্যজিৎ ঘোষ। এ ছাড়া থাকছে কবিতা আবৃত্তি।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান তিন কবির স্মরণ অনুষ্ঠানে তাদের অনুরাগীসহ চট্টগ্রামের শিল্পসাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আগ্রহীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।