ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাউল গানের আসরে সিআরবিতে হাসপাতালকে ‘না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বাউল গানের আসরে সিআরবিতে হাসপাতালকে ‘না’ ...

চট্টগ্রাম: নগরের ফুসফুস খ্যাত রেলওয়ের সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রেখেছে নাগরিক সমাজ চট্টগ্রাম। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ছিল প্রতিবাদী বাউল গানের আয়োজন।

 

বাউল কণ্ঠে প্রতিবাদী উচ্চারণে হাজারো শ্রোতা-দর্শক প্রতিবাদ জানান সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার। ‌

গান পরিবেশন করেন কুষ্টিয়ার ছেউড়িয়া থেকে আসা সাধক শিল্পী রাখি শবনম, মানিকগঞ্জের সৈয়দ মোহাম্মদ হোসেন শাহ, লালন গবেষক হানিফ মিয়া এবং বাউল গবেষক স্বপন মজুমদার, মোহাম্মদ হোসেন।

 

চট্টগ্রাম নগরের ইতিহাস–ঐতিহ্য সমৃদ্ধ সিআরবি এলাকায় এভাবে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সোচ্চার হয়ে আন্দোলন পরিচালনা করে আসছে নাগরিক সমাজ চট্টগ্রাম। এ নিয়ে তিন মাস চার দিন ধারাবাহিক আন্দোলন চলছে, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।  

শুক্রবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি ও শিক্ষক হোসাইন কবির, শিক্ষক ইদ্রিস আলী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী,সাংবাদিক-নেতা মহসীন কাজী, সজল চৌধুরী, মিঠুল দাশগুপ্ত, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, নুরুল আজিম রনি, মোরশেদ আলম, সাবের আহমেদ, তাপস দে, নারীনেত্রী আফরোজা আলম, মিনু মিত্র, টিটু দত্ত, মাহমুদুল করিম, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, মজিদ রহমান বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।