ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএমসেন হলে হামলা: ৮৩ জনের বিরুদ্ধে মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
জেএমসেন হলে হামলা: ৮৩ জনের বিরুদ্ধে মামলা 

চট্টগ্রাম: জেএমসেন হলে হামলার ঘটনায় ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।  

শনিবার (১৬ অক্টোবর) সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে সিসিটিভি ফুটেজ দেখে ৮৩ জনকে আটক করে পুলিশ।  

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বাংলানিউজকে বলেন, জেএমসেন হলে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে।  ভিডিও ফুটেজ দেখে মামলায় ৮৩ জন আসামিকে গ্রেফতারে করে। এছাড়াও অজ্ঞাত ৫শ জনকে আসামি করা হয়েছে। তাদের চিহ্নিত করতে অভিযান অব্যহত রয়েছে।  

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএমসেন হলের পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পূজা কমিটির অভিযোগ, ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে হামলাকারীরা। এর প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রতিমা বিসর্জন বন্ধ রাখার পর প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা থেকে বির্সজন দেওয়া শুরু করে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।