ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদ মাদ্রাসা শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদ মাদ্রাসা শিক্ষার্থীদের ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করেছেন আলেম-ওলামা এবং মাদ্রাসা ও স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে নগরের গণি বেকারি মোড়ে এ সম্প্রীতি সমাবেশ করেন দারুল উলুম কামিল মাদ্রাসা ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।  
  
সমাবেশে খোরশেদ আলম সুজন বলেন, এদেশ হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের।
কিন্তু একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। অন্য ধর্মের অবমাননা ইসলাম কখনও সমর্থন করে না। নিজেদের কোনও হীন পরিকল্পনা বাস্তবায়ন করতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। আশা করবো, দেশব্যাপি ঘটে যাওয়া সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে সরকার।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।