ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাগিং ঠেকাতে চবি কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
র‌্যাগিং ঠেকাতে চবি কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারি  প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষার সময় র‌্যাগিংয়ের কোনো অভিযোগ পেলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানান চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চবি উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।  

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা র‌্যাগিং বা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের কোনো অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। এছাড়া বিষয়গুলো নজরদারিতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে মোবাইল কোর্ট।

এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৭০০ নিরাপত্তাকর্মী কাজ করবে ভর্তি পরীক্ষার সময়। এছাড়া থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেকোনো অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থাকবে মোবাইল কোর্ট।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।