ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চলন্ত বাসে কলেজছাত্রীকে হয়রানি, হেলপার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
চলন্ত বাসে কলেজছাত্রীকে হয়রানি, হেলপার গ্রেফতার প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আরাফাত (২৯) নামে এক বাসের হেলপার গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, প্রবর্তক মোড়ে এক ছাত্রী ৩ নম্বর বাসের হেলপারকে ৫ অথবা ১০ টাকা ভাড়া দিচ্ছিল। এ সময় বাসের হেলপার টাকা ফেরত দেওয়ার সময় মোবা্ইল নম্বর দেয় ও স্পর্শকাতর স্থানে হাত দেয়।

গতকাল বুধবার ঘটনাটি ঘটে। পরে ছাত্রী গিয়ে বন্ধু ও বান্ধবীদের কাছে ঘটনাটি বলেছেন। বন্ধু ও বান্ধবীদের সহযোগিতায় মোবাইলে কথা বলে হেলপারকে প্রবর্তক এলাকায় নিয়ে আসেন।  দুপুরে তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। ওই ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।