ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারুণ্যের উচ্ছ্বাসের দুই দিনব্যাপী কবিতা উৎসব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
তারুণ্যের উচ্ছ্বাসের দুই দিনব্যাপী কবিতা উৎসব  দুই দিনব্যাপী কবিতা উৎসব উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

চট্টগ্রাম: আবৃত্তি সংগঠন তারুণ্য উচ্ছ্বাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কবিতা উৎসব।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরের জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ আয়োজন করা হয়।

এতে উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

উদ্বোধনের পর সাম্প্রদায়িকতা বিরোধী আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা।

 

তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব উদযাপন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, জনপ্রিয় উপস্থাপক শারমিন লাকী এবং তারুণ্যের উচ্ছ্বাস উপদেষ্টা ডা. আলী আজগর চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রবীর মহাজন।  

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ‘কবিতার শক্তি অসাধারণ। কবিতার বিশুদ্ধ কথামালা আমাদের পরিশুদ্ধ করে। সাম্প্রদায়িকতা রুখতে কবিতার বিশুদ্ধ কথামালা ছড়িয়ে দিতে হবে প্রজন্মে থেকে প্রজন্মে। ’

দুই দিনের এ আয়োজনের প্রথম দিনে আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী শারমিন লাকী, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, লুবাবা ফেরদৌসি সায়কা, রেখা নাজনীন, সঞ্জিব বড়ুয়া, বনকুসুম বড়ুয়া, শাহরীয়ার তানজিম, শাহাদাত হোসেন, শাহেদুল ইসলাম এবং শামীমা ইয়াসমিন।  

এ ছাড়া অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি আকতার হোসাইন, স্বপন দত্ত, পুলক পাল, সাজিদুল হক, রিজোয়ান মাহমুদ, নাজিমুদ্দীন শ্যামল, হোসাইন কবির, সাথী দাশ, আলী প্রয়াস, নিশাত হাসিনা শিরিন, মোহাম্মদ জোবায়ের, বিদ্যুৎ কুমার দাশ ও কমলেশ দাশগুপ্ত।

শুক্রবার উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজন শুরু হবে সকাল ১০টা থেকে। সকালে রয়েছে কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পী-সংস্কৃতিকর্মী সম্মিলন। বিকেলে রয়েছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। এরপর রয়েছে উৎসব সমাপনী এবং ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা’ প্রদান অনুষ্ঠান।  

দুই দিনের এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ম্যক্স গ্রুপ এবং এসকেএফ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।