ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবনে আগুন, স্কুলছাত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
ভবনে আগুন, স্কুলছাত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি ৫ তলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে আটকে পড়া অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক সন্তানকে বাসায় রেখে অন্য সন্তানকে স্কুল থেকে আনতে যান মা। এ সময় একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভবনের অন্য বাসিন্দাদের কান্নাকাটিতে ছুটে আসেন স্থানীয় জনগণ।

পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির ভেতরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনের একটি রুমের আসবাবপত্র পুড়ে গেছে।  

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ভবনের ৪র্থ তলায় তালাবদ্ধ অবস্থায় এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। সামনের রুমের আসবাবপত্রের কিছু ক্ষতি হলেও মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই আমরা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।