ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘এদেশে যুব রাজনীতির সূচনা করেন শেখ মনি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
‘এদেশে যুব রাজনীতির সূচনা করেন শেখ মনি’ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় শাহ আমানত (রহ.) দরগাহ লেইনে তানজিমুল মুসলেমিন এতিমখানায় দোয়া মাহফিল, এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার ও  দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

হাফেজ মৌলানা ফজলুল কাদেরের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ বাবলা, এম রাশেদ চৌধুরী, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, কৌশিক রায়, সৈয়দ সুলতান, আকবর জুয়েল, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতু, রহিত সিং হাজারী, তানিম, সানি দে প্রমুখ।

বিকালে আকবর শাহ  কাট্টলী নুরুল হক স্কুল মাঠ প্রাঙ্গণে ৩শ দুস্থ পরিবারের  মাঝে কম্বল বিতরণ করা হয়। যুবলীগ নেতা নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও নুরুল ইসলাম রিয়ালের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জাহিদ, কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, শ্রমিকলীগ নেতা মোকসেদ আলী হাওলাদার, আওয়ামীলীগ নেত্রী সবিতা বিশ্বাস, সুমা সিংহ, পলাশ চক্রবর্তী, সাজিবুল ইসলাম সজিব, যুবলীগ নেতা রমজান আলী, মো. মামুন, মাকসুদুর রহমান, মাসুম, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সামিউল, ইফতি, রহিম, জহির, রায়হান, রাসেল।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, শেখ ফজলুল হক মনি’র মৃত্যুর ৪৬ বছর পেরিয়ে গেছে। তিনি বাঙালির হৃদয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবেই বিদ্যমান। শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। সে সময় তিনি প্রথম সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তার প্রতিষ্ঠিত সংগঠনটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।