ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: চট্টগ্রামে অনুপস্থিত ১০৮৬ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এইচএসসি: চট্টগ্রামে অনুপস্থিত ১০৮৬ জন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১১২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই শিফটে ১ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এবারের এইচএসসিতে ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী ছিলৈন।

রোববার (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম শিফটে চট্টগ্রামে (নগরসহ) ৬৮ কেন্দ্রে ১২ হাজার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১১ হাজার ৮৫৭ জন। অনুপস্থিত ৩৫৭ জন। এছাড়াও দ্বিতীয় শিফটে ২৯ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২৯ হাজার ৯৭ জন। অনুপস্থিত ৫০৬ জন।

কক্সবাজারে প্রথম শিফটে ১৮টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ হাজার ১৭৭ জন এবং অনুপস্থিত ৭৮ জন। দ্বিতীয় শিফটে ৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩ হাজার ৩৮৬ জন। অনুপস্থিত ৩৯ জন।

রাঙামাটি জেলায় প্রথম শিফটে ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪৭৬ জনের মধ্যে অংশ নেন ৪৪২ জন। অনুপস্থিত ৩৪ জন পরীক্ষার্থী। দ্বিতীয় শিফটে ১ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৬ জন। অনুপস্থিত ১০ জন।

খাগড়াছড়ি জেলায় প্রথম শিফটে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৭৬৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৫৯ জন এবং অনুপস্থিত ১৭ জন। দ্বিতীয় শিফটে ১ হাজার ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৬৬ জন। অনুপস্থিত ২১ জন।

বান্দরবান জেলায় প্রথম শিফটে ৭টি পরীক্ষা কেন্দ্রে ৩৫১ জনের মধ্যে অংশ নেন ৩৪৫ জন এবং অনুপস্থিত ৬ জন পরীক্ষার্থী। দ্বিতীয় শিফটে ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৬৯ জন। অনুপস্থিত ১৮ জন।

১১২টি পরীক্ষা কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় শিফটে  মোট অনুপস্থিত ১ হাজার ৮৬ জন।

মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৬ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।