ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন সিট বরাদ্দ দিয়ে খুলল চমেকের ছাত্রাবাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
নতুন সিট বরাদ্দ দিয়ে খুলল চমেকের ছাত্রাবাস  চমেক প্রধান ছাত্রাবাস

চট্টগ্রাম: ছাত্রলীগের সংঘর্ষের জেরে বন্ধ হওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্র হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

তিনি বাংলানিউজকে বলেন, নতুন করে সিট বরাদ্দ দিয়ে শিক্ষার্থীদের হোস্টেলে উঠার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন নতুন এক একটি বর্ষের শিক্ষার্থীরা হোস্টেলে উঠবেন।

সে হিসেবে আজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হোস্টেলে উঠেছেন।

অধ্যক্ষ বলেন, গত ২৩ নভেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলের সব সিটের বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়  শিক্ষার্থীদের নতুন করে আবেদনের জন্য বলা হয়।

গত ২৯ ও ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।