ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের অভিযানে জনমনে স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
চসিকের অভিযানে জনমনে স্বস্তি ...

চট্টগ্রাম: অলিগলি থেকে মূল সড়কের ফুটপাত। যেখানেই সুযোগ মিলেছে ভাসমান দোকান, সাইনবোর্ড দিয়ে দখল হয়েছে।

হাঁটাচলার জো নেই পথচারীদের। হাঁটা দূরে থাক রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য একটু যে দাঁড়াবে তারও উপায় নেই।
নগরের চেরাগি থেকে আন্দরকিল্লা হয়ে বকশিরহাট মোড় পর্যন্ত চিত্রটা এমনই।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের অভিযানের পর স্বস্তি নেমে আসে জনমনে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সড়কের দুইপাশের অবৈধ ভাসমান দোকান, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অভিযানে স্ক্যাভেটারসহ চসিকের ৫০ জন সেবক অংশ নিয়েছেন।

তিনি জানান, অভিযানে অর্ধশতাধিক অবৈধ সাইনবোর্ড, সড়ক, ফুটপাত দখল করে দেওয়া সাইনবোর্ড এবং ৪০টি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।