ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে সহযোগিতার আশ্বাস 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে সহযোগিতার আশ্বাস 

চট্টগ্রাম: কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার ফখরুল আলম বলেছেন, জাতীয় রফতানি ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। পোশাক শিল্পের আমদানি পণ্য চালান খালাস ও রফতানি কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদনে কাস্টমস বিধি-বিধান অনুযায়ী দলিলাদি উপস্থাপনে গুরুত্ব দিতে হবে।

পোশাক শিল্পের আমদানি রফতানি সংক্রান্ত বিরাজমান সমস্যা পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সুরাহাসহ রফতানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে কাস্টম হাউস চট্টগ্রাম সর্বাত্মক সহযোগিতা দেবে।

তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে কমিশনার এ আশ্বাস দেন।

কাস্টম হাউসে অনুষ্ঠিত সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এ এম শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, সাবেক পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম  আকতার হোসেন, বিজিএমইএ’র সদস্য রাকিব আল নাছেরসহ বিজিএমইএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতায় বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে রফতানি আদেশ ক্রমন্বয়ে বাড়ছে, যা আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। এ সব রফতানি আদেশ যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে কাস্টম হাউস চট্টগ্রামের বিরাট ভূমিকা রয়েছে।

তিনি পোশাক শিল্পের আমদানি-রফতানি সম্পর্কিত বিরাজমান সমস্যা পণ্য চালান রফতানিতে জটিলতা নিরসন, শর্ট শিপমেন্ট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে হাল-নাগাদকরণ, রফতানিতে শিপিং বিলে অনিচ্ছাকৃত ভুল সংশোধন, আমদানি শুল্কায়নে এইচ.এস. কোড সংক্রান্ত জটিলতা নিরসন, পণ্য চালানে খালাসে ফার্স্ট এপ্রেইজমেন্ট প্রদান বন্ধকরণ, বন্দর জেটিতে পণ্য চালান পরীক্ষণে জটিলতা পরিহার, জাল-জালিয়াতি রোধে পোশাক শিল্প প্রতিষ্ঠানের মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্টদের তালিকা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে সংযোজন ইত্যাদি বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কমিশনারের প্রতি অনুরোধ করেন।

বক্তব্য দেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, সাবেক পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আকতার হোসেন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।