ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন ফাইল ছবি।

চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।  

সর্বশেষ তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিম পদোন্নতি পাওয়ায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি বাংলানিউজকে বলেন, মিতু হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে  চলতি সপ্তাহে আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার সব কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

এর আগে তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়। তিনি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর  মহিউদ্দিন সেলিমকে তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।  

আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ‘মামলার ডকেট বুঝে নিয়েছি। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন কাজ শুরু করেছি’।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।