ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেবার মানে এগিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ড

সৈয়দ বাইজিদ ইমন, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
সেবার মানে এগিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ফাইল ছবি।

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসেছিলেন স্কুলের এডহক কমিটির আবেদন নিয়ে।

সকালে আবেদন জমা দিতে বিকালেই বোর্ডের ওয়েবসাইটে দেখতে পান কমিটির আদেশ।  

তড়িৎ ফল লাভে মাহবুব আলমের ভাষ্য, শুধু তিনিই নন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেবায় সন্তুষ্ট সংশ্লিষ্ট সকলেই।

বাংলানিউজকে মাহবুব আলম বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ড অংশীজনদের আস্থা অর্জন করতে পেরেছে। বোর্ডের সকল সেবাই অনলাইনে প্রদান করা হচ্ছে। ফলে ঘরে বসেই মিলছে সেবা। ’

এই সেবাগ্রহীতা বলেন, ‘হেল্প ডেস্কে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সেবাপ্রার্থীরা পাচ্ছেন তথ্য। যে শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যাবেন তারা মুহুর্তেই পাচ্ছেন সনদ ভেরিফিকেশন সেবা। ইউনিক আইডির প্রয়োজনে নাম সংশোধনের আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। ফি গ্রহণ করা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে। ’

জানা গেছে, ২০২০ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন প্রফেসর প্রদীপ চক্রবর্তী। ওই সময়েই তিনি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড হবে অন্যদের জন্য মডেল। হবে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান।

২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হলেও জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে কাজ করেছেন বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত সময়ের ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যথাসময়ে প্রকাশিত হয়। ২০২০ সালের জেএসসি রেজিস্ট্রেশন ও ফলাফলের কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়।

তাছাড়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা অন্তর্ভুক্ত থাকায় ফলাফল তৈরির কাজটি অত্যন্ত কঠিন। কিন্তু চেয়ারম্যানের উৎসাহে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়েও এই কাজগুলো সম্পন্ন করেছেন।  

এ বিষয়ে জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘বোর্ডের পরীক্ষা শাখার কার্যক্রমে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। সনদপত্র উত্তোলন, সনদ ভেরিফিকেশন কাজ সম্পন্ন হচ্ছে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই। ফলে কমেছে শিক্ষার্থীদের ভোগান্তি। কোভিড পরিস্থিতিতে প্রায় ১৪শটি স্কুলের অ্যাডহক কমিটি গঠন একটি চ্যালেঞ্জ ছিল। বর্তমান বিদ্যালয় পরিদর্শক অত্যন্ত স্বচ্ছতার সাতে কাজটি সম্পন্ন করেছে। ’

বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বাংলানিউজকে বলেন, ‘অংশীজনের সঙ্গে মতবিনিময় করা বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অংশগ্রহণে এ বছর ‘কোভিড পরিস্থিতি: শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপমন্ত্রীর নির্দেশনা বোর্ডের আওতাধীন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। ’

ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আজম সরওয়ার আলম বাংলানিউজকে বলেন, ‘মুজিব শতবর্ষে বোর্ড চত্বরে জাতির পিতার সুদৃশ্য ম্যুরাল বোর্ডের সৌন্দর্যে এনেছে নতুন মাত্রা। সেবা প্রার্থীদের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। দর্শণার্থীদের পড়ার জন্য রাখা হয়েছে দুই হাজার বই, রয়েছে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি। প্রতিদিন সেবা প্রার্থীরা এটি পরিদর্শনে প্রাণ ফিরে পায়। ’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার বাস্তবায়ন কমিটির সদস্য এবং বোর্ডের উপসচিব বেলাল হোসেন বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে শিক্ষাবোর্ড কাজ করছে। আগামীতে আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে দুর্নীতিমুক্ত মডেল শিক্ষাবোর্ডে রূপান্তর করাই একমাত্র লক্ষ্য বলে মনে করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি বাংলানিউজকে বলেন, বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।