ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে চট্টগ্রামের শহীদ মিনারে ফুল দিল বিএনপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিজয় দিবসে চট্টগ্রামের শহীদ মিনারে ফুল দিল বিএনপি ...

চট্টগ্রাম: মহান বিজয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন নগর বিএনপি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ফুল দেওয়ার পর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল সে স্বপ্ন আজ ভূলুণ্ঠিত।

স্বাধীনতার ৫০ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র নেই। যে দেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আজকে সেই বাংলাদেশকে দেখছি না।
মহান বিজয়ের এই দিনে হারানো গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে সব অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে।  

এর আগে ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বে নগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

র‌্যালিতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের জেলী চৌধুরী, নগর কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্যসচিব কামাল পাশা নিজামী, তাঁতীদলের সদস্যসচিব মনিরুজ্জামান মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।