ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার চাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার চাই বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল

চট্টগ্রাম: স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মিরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার ৫০ বছরে প্রাপ্তি অপ্রাপ্তি, সামনের এগিয়ে যাওয়ার নানাবিধ দিক আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলে দীর্ঘ সংগ্রামের পর আমরা স্বাধীনতা পেয়েছি।

স্বাধীনতা অর্জন করলেও নানা ষড়যন্ত্রের কারণে আমরা যতটুকু এগোনোর ততটুকু এগুতে পারিনি। এমনকি স্বাধীনতাবিরোধী শক্তিও ক্ষমতায় এসেছে। তারা এসে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃত করেছে। এর ফলে নতুন প্রজন্মের অনেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। গতানুগতিক মাধ্যমের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতহাস আমরা তুলে ধরব।  

বঙ্গবন্ধুরই দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী অবকাঠামো তৈরি করে দেশকে গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। সব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার করে অল্প সময়ে আমরা অনেক দূর যেতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী উদ্যোগের কারণে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা করোনা মোকাবেলায়ও সাফল্য অর্জন করেছি। আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার ক্রাইম দমন, নারী নিপীড়ন বন্ধে, মাদক নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি সবক্ষেত্রে আমরা সফল হবো।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইসমত আরা, এম আলাউদ্দিন, মিরসরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানা, সহসভাপতি আশরাফুল কামাল মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।