ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিরিয়ানি বিতরণকালে দু’গ্রুপের মারামারি, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিরিয়ানি বিতরণকালে দু’গ্রুপের মারামারি, আহত ৩ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের খুলশী থানার আমবাগান এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের র‌্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে বড় মসজিদ আওয়ামী পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- টিটু চক্রবর্তী (২৩),
বাবলু (২০) ও সুজন (২০)।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয় দিবসের র‌্যালি শেষে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বিরিয়ানি বিতরণকে কেন্দ্রে করে স্থানীয় প্রতিপক্ষ দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। আহত হয়ে বেলা পৌনে ২ টার দিকে তিনজন হাসপাতালের জরুরি বিভাগে আসলে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। আহত টিটু চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।  

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, খাবার বিরতণ সময় হেলালের নেতৃত্বে তার অনুসারীরা হিরণ গ্রুপের দুইজনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও মারধর করেছেন সুজন। সুজন নিজেও আহত হয়েছেন। গতকাল বুধবার কোনো একটা ঘটনা নিয়ে বিরোধ ছিল। সুজনসহ তিন জন মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত হেলালের সেকেন্ড কমান্ডার সজিবসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়:১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।