ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার!  হাসপাতালে পড়ে আছে আরিফ হোসেনের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামে বন্দর থানার কাস্টমস এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা আরিফ হোসেন (২৭) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাঈদ হোসেন নামে আরকেজন আহত হয়েছেন।

 

নিহত আরিফ হোসেন নগরের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার বাসিন্দা ও তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। আহত সাঈদ হোসেন একই থানার ফকিরহাট গোসাইলডাঙ্গার কাউছার আলীর ছেলে।

 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৫ নম্বর গেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অকামল হোসেন বাংলানিউজকে বলেন, কাস্টমস এলাকার পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল থাকা দুইজন আরোহী আহত হয়। পথচারী উদ্ধার করে সিএনজি অটোরিকশা যোগে রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফ নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন আহতাবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমআই/এএটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।