ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিএইচডি ডিগ্রি পেলেন তানজিনা শারমিন নিপুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পিএইচডি ডিগ্রি পেলেন তানজিনা শারমিন নিপুন মা বাবার সঙ্গে তানজিনা শারমিন নিপুন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট থেকে মনোনীত হয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে থেকে ডায়াবেটিসের ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেছেন তানজিনা শারমিন নিপুন।

পিএইচডিকালে তিনি গবেষণার জন্য মালয়েশিয়া রাজন্য সরকারের রৌপ্য পদক লাভ করেন।

তার ৪টি গবেষণাকর্ম আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তানজিনা শারমিন নিপুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সেলিনা আকতারের বড় সন্তান।

তিনি ঐতিহ্যবাহী বহদ্দারহাটের বহদ্দার পরিবারের সপ্তম পিএইচডি ডিগ্রিধারী।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।