ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০০ বছরের পুরোনো গির্জায় বড়দিনের প্রার্থনা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
৫০০ বছরের পুরোনো গির্জায় বড়দিনের প্রার্থনা ...

চট্টগ্রাম: নগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড় দিনের কর্মসূচি।

শনিবার (২৫ ডিসেম্বর) ১২টায় বিশপ সুব্রত লরেন্স হাওলাদার বড়দিনের বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

 

এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার লেনার্ড রিভেরো।

হাজারো নারী পুরুষ, শিশু-কিশোর এসব প্রার্থনায় অংশ নেন।

করোনামুক্ত বিশ্ব, রোগ শোক সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করেন তারা। একই সঙ্গে প্রয়াত পরিবারের সদস্য ও স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়। কয়্যার দল পরিবেশন করে ভক্তিমূলক গান।

এলটন গনসালভেজ, মিলটন গোমেজ, রুবেল রয় এসেছেন খ্রিষ্ট যাগে অংশ নিতে। তারা জানান, বড়দিনের তিনটি বিশেষ প্রার্থনা হয় এ গির্জায়। আমরা রাত ১২টার প্রার্থনায় অংশ নিয়েছি।

বড়দিনকে ঘিরে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বড়দিনকে ঘিরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, দ্য পেনিনসুলা চিটাগাংসহ অভিজাত হোটেলগুলো ক্রিসমাস ট্রিসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। খ্রিষ্টপল্লীর ঘরে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামে সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট নামে প্রথম গির্জা স্থাপিত হয় ২৪ জুন ১৬০০ খ্রিষ্টাব্দে। ৮ নভেম্বর ১৬০২ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর ধ্বংস করা হয়। প্রথম গির্জার ধ্বংসস্তূপের ওপর পবিত্র জপমালার রানি গির্জাটি ১৮৪৩ খ্রিষ্টাব্দে।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।