ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৭ ইউপি নির্বাচনে মাঠে থাকবে ১৯ ম্যাজিস্ট্রেট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
চট্টগ্রামে ২৭ ইউপি নির্বাচনে মাঠে থাকবে ১৯ ম্যাজিস্ট্রেট 

চট্টগ্রাম: আগামীকাল (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে পটিয়া, লোহাগড়া ও  কর্ণফুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে জেলা প্রশাসনের ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।  

তিনি বলেন, আগামীকাল (২৬ ডিসেম্বর) পটিয়া, লোহাগড়া ও কর্ণফুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে হওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে রিপোর্ট করবেন।  

জানা গেছে, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কর্ণফুলী উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, জিসান বিন মাজেদ, এস এম আলমগীর, এস এম এন জামিউল হিকমা দায়িত্ব পালন করবেন।

পটিয়া উপজেলায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইহান মেহেবুব, আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, মামুনুন আহমেদ অনিক, মাসুমা জান্নাত, তাহমিনা আক্তার, মোহাম্মদ আতিকুর রহমান, সুবল চাকমা, মো. আশরাফুল আলম দায়িত্ব পালন করবেন।  

লোহাগাড়া উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন, রাজিব চৌধুরী, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মো. আবু রায়হান দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২১.১৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর , ২০২১
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।