ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সিপিবি’র সংস্কৃতি শাখার সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
চট্টগ্রামে সিপিবি’র সংস্কৃতি শাখার সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রামের  সংস্কৃতি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যাপক শীলা দাশগুপ্ত।  এতে আরও উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা ও সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন সংস্কৃতি শাখার সম্পাদক ডা. চন্দন দাশ।

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের মুক্তির মধ্যেই সংস্কৃতির বিকাশ নিহিত। বর্তমানে রাজনীতি ও সমাজকে যে অপসংস্কৃতি গ্রাস করছে, তার বিরুদ্ধে সকল মেহনতী মানুষদের সঙ্গে নিয়ে লড়াই গড়ে তুলতে হবে।  

সম্মেলনে ডা. চন্দন দাশকে সম্পাদক এবং ভাস্কর রায়কে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ, সুমন সেন, জয় সেন, মনীষ মিত্র চৌধুরী এবং সুবর্ণা চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।