ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি পরীক্ষা: সমাজবিজ্ঞানে অনুপস্থিত ৩৭৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এইচএসসি পরীক্ষা: সমাজবিজ্ঞানে অনুপস্থিত ৩৭৮ জন ...

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১১২টি কেন্দ্রে সকালের শিফটে ৩৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী ছিল।

সকালের শিফটে সমাজবিজ্ঞান ২য় পত্র ও সমাজ কর্ম ২য় পত্রে ১৯ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৯ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩৭৮ জন।
 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সকালের শিফটে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৮ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।