ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

চট্টগ্রাম: অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ  রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নগরের খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয়।

রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন। এতে চারজন দখলদারের কাছ থেকে এ জায়গা দখলমুক্ত করে রেলওয়ে।
রেলওয়ের দশমিক ৭ একর জায়গা দখলমুক্ত করা হয়।

মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে চার ব্যক্তি গ্যারেজ নির্মাণ করার অভিযোগ ছিল। আজ ওই এলাকায় সরেজমিনে গিয়ে গ্যারেজের অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে গ্যারেজসহ ৬টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এতে রেলওয়ের দশমিক ৭ একর জায়গা দখলমুক্ত হয়।

তিনি আরও বলেন, যেখানে রেলওয়ের জায়গা দখল করা হবে সেখানেই আমাদের এ অভিযান পরিচালিত হবে৷ 

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।