ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওসিসহ ৭ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
ওসিসহ ৭ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম: নগরের আকবর শাহ থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদসহ সাতজনের সম্পত্তি, ব্যাংক হিসাব কেন ক্রোক করা হবে না তা ২০ দিনের মধ্যে জানতে চেয়েছেন আদালত।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দেন।

 

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্যরা হলেন, মো. ইসহাক, হাফিজুর রহমান, আলাউদ্দিন, জোহরা খাতুন, পাকিজা খাতুন ও লায়লা খাতুন।

বাদির আইনজীবী এএইচএম জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জায়গা থেকে মুক্তিযোদ্ধা জাকির হোসেনকে সরিয়ে দেওয়ার অভিযোগে ওসিসহ বিবাদীদের কাছ থেকে ৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ চেয়ে ২০১৮ সালে মামলা করা হয়।

রায় ঘোষণার আগে বিবাদীদের সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোক করার আবেদন করেন মামলার বাদি জাকির হোসেন। আবেদনের প্রেক্ষিতে আদালত বিবাদীদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না তা ২০ দিনের মধ্যে জানাতে নির্দেশনা দেন।  

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।